

•বিহারের প্রাক্তন DGP গুপ্তেশ্বর পান্ডে৷ পরিচিত মহলে রবিনহুড হিসেবে যিনি পরিচিত৷ সেই গুপ্তেশ্বর পান্ডের রাজনীতিতে পা দেওয়া নিয়ে শুরু হয়েছে শোরগোল৷ সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় তিনি খুবই উদ্যোগী ছিলেন এবং সুশান্তের মৃত্যুতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের CBI তদন্তের দাবিকেও জোরাল ভাবে সমর্থন করেন তিনি৷ এরপরই গুপ্তেশ্বর পান্ডের রাজনীতিতে পা এবং বিহারের শাসক দল JD(U)-তে যোগদান৷


•আগামী মাসে রয়েছে বিহার নির্বাচন৷ রাজ্যের নির্বাচনের আগে রাজনীতিতে এলেন বিহারের প্রাক্তন DGP৷ তিনি এবার JD(U)-র হেভিওয়েট প্রার্থী হতে পারেন বলে অনেকেই মনে করছেন৷


•সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে গুপ্তেশ্বর পান্ডের ভূমিকা এবং তারপর তাঁর রাজনীতিতে যোগদানের পরই উঠে আসছে নানারকম প্রতিক্রিয়া৷ যার মধ্যে উল্লেখযোগ্য অভিনেত্রী স্বরা ভাস্করের মন্তব্য৷


•স্বরা চাঁচাছোলা ভাষায় বলেছেন যে, সুশান্ত সিং রাজপুতের করুণ মৃত্যুকে হাতিয়ার করে সুবিধাবাদী পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ এমনই লিখে ট্যুইট করেন স্বরা৷


•১৯৮৭ ব্যাচর আইপিএস অফিসার গুপ্তেশ্বর পান্ডে এক সপ্তাহ আগে স্বেচ্ছাবসর নেন৷ তারপরই রাজনীতি পা রাখেন তিনি৷


•উল্লেখ্য সুশান্ত সিং-এর মৃত্যুর পর, অভিনেতার মৃত্যুর কারণ অনুসন্ধানে খুবই উদগ্রীব ছিলেন গুপ্তেশ্বর পান্ডে৷ তিনিই ক্যামেরার সামনে জোর গলায় বলেছিলেন রিয়ার চক্রবর্তীর যোগ্যতা কী এবং সেই ভিডিও ভাইরাল হয়৷ এর পাশাপাশি সুশান্তের মৃত্যুতে খোলাখুলি সিবিআই তদন্তের দাবিকে সমর্থনও করেন তিনি৷ এবং এর পিছনে যে কোনও রাজনীতি নেই, সেটাও স্পষ্ট করেন গুপ্তেশ্বর৷


•এরই মধ্যে বিহার ও মহারাষ্ট্রের সরকারের মধ্যে বিরোধ শুরু হয়৷ বিহার থেকে মুম্বই পৌঁছনো পুলিশ কর্তাদের সঙ্গে মহারাষ্ট্র পুলিশের অভব্য ব্যবহারের অভিযোগ ওঠে৷ সুশান্তের মৃত্যু তদন্ত নিয়ে দুই রাজ্যের শাসক দলের মধ্যে চলে জোরদার লড়াই৷ সুশান্তের মৃত্যুতে মহারাষ্ট্র পুলিশ কিছু তথ্য গোপনের চেষ্টা করছে বলেও অভিযোগ ওঠে৷