জেনারেল কামরা বেশিরভাগ ট্রেনেই থাকে। তবে অনেকেই জেনারেল টিকিটের এই নিয়ম সম্পর্কে জানেন না।
জেনারেল টিকিটের ভ্যালিডিটি কতক্ষণ জানেন? অর্থাৎ জেনারেল টিকিট কাটার কতক্ষণের মধ্য়ে ট্রেনে চড়তে হয়?
অনেকেই ভাবেন জেনারেল টিকিটের কোনও ভ্যালিডিটি হয় না। অর্থাৎ জেনারেল টিকিট কাটার পর সারাদিনে যে কোনও সময় ট্রেনে ওঠা যায়।
আসলে নিয়ম হল, ১৯৯ কিমির মধ্যে যাত্রাপথ হলে জেনারেল টিকিট কাটার ৩ ঘণ্টার মধ্যে ট্রেনে চাপতে হবে।
যদি ২০০ কিমির বেশি হয় যাত্রাপথ, তা হলে যাত্রার তিনদিন আগে জেনারেল টিকিট কাটা যাবে।
যাত্রাপথ ১৯৯ কিমি বা তার কম হলে তিন ঘণ্টার মধ্যেই ট্রেনে চাপতে হবে।
...