▪️সিয়াচেনে কেমন আছেন জাওয়ানরা৷ করোনার মাঝে পরিবারের থেকে দূরে নিঃসন্দেহে উদ্বেগেরে মধ্যেই কাটছে তাদের দিন৷
▪️তাদের মনোবল বাড়াতে সিয়াচেনে সেনা জওয়ানদের কাছে পৌঁছে গেলেন উর্দ্ধতন কর্তৃপক্ষ৷
▪️করোনা সম্পর্কে সকলকে আরও একবার সচেতন করলেন৷ সঙ্গে জানিয়ে দিলেন যে তাদের পরিবারের প্রতি বিশেষ দায়িত্ব রয়েছে সেনাবাহিনীর৷
▪️এছাড়াও করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র, সে ব্যাপারেও সেনাদের অবগত করেন তারা৷
▪️এর আগে লাদাখের এক আর্মি জাওয়ানের শরীরে করোনার জীবাণুর মিলেছে৷ তাকে আপাতত তাকে আইসোলেশনে রাখা হয়েছে৷ তার পরিবারের সবাইকেও আইসোলেশনে রাখা হয়েছে৷
...