1/ 6


২০২০, মন খারাপের বছর। একদিকে করোনা, অন্যদিকে একের পর এক দুঃসংবাদ। মুম্বই নগরীতে দুটোরই প্রভাব বেশি। মন খারাপ খানিক কমলো বাপ্পার আগমন।
2/ 6


বলি তারকারা মেতেছেন গণেশ পুজোয়। প্রতি বছরের মতো এই বছরও বাপ্পার আরাধনা করছেন সোনালি বেন্দ্রে।গোড়া থেকেই বাড়িতে বড় করে গণেশ পুজো করেন সোনালী। যে বছর প্রথম ক্যান্সার ধরা পড়ে, সে বছর খুব ছোট করে পুজো সেরেছিলেন নায়িকা।
3/ 6


সুস্থ হওয়ার পর আবার শুরু হয় জাঁকজমক। তবে এ বছর করোনা পরিস্থিতিতে ছোট করেই বাড়িতে পুজো করলেন সোনালি।