1/ 5


তাজ মহল চত্বরে ঢুকে গেরুয়া পতাকা প্রদর্শনের অভিযোগ৷ আগ্রায় হিন্দুত্ববাদী একটি সংগঠনের চার সদস্যকে গ্রেফতার করল পুলিশ৷ সোমবার এই ঘটনা ঘটে৷
2/ 5


ওই চার যুবক তাজ মহলের সামনে গেরুয়া পতাকা নাড়ানোর সঙ্গে সঙ্গে প্রথমে তাদের আটক করে কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা৷ এর পরই তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷
3/ 5


ধৃত চারজনের নাম গৌরব ঠাকুর, সোনু বাঘেল, বিনেশ কুনার এবং ঋষি লাভানিয়া৷ জানা গিয়েছে, আগে থেকে পরিকল্পনা করেই গেরুয়া পতাকা নিয়ে চারজন তাজ মহল চত্বকে ঢুকে পড়েছিলেন৷
4/ 5


তাজ মহলের সামনে গেরুয়া পতাকা প্রদর্শনের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেওয়া হয়৷ ধৃতদের মধ্যে তিনজন পতাকা নাড়াতে থাকে, বাকি একজন ভিডিও রেকর্ড করে৷