

প্রথম ধাপে দেশে আসা রাফালের পাঁচটি বিমান আজ আনুষ্ঠানিক ভাবে স্থান পেতে চলেছে আম্বালার এয়ারবেসে। বৃহস্পতিবাব ভারতীয় সময় সকাল দশটায় আম্বালার এয়ার বেসে রাফালের আনুষ্ঠানিক অভিষেক।


এদিনের অনুষ্ঠানে থাকবেন ভারত-ফ্রান্স দুই দেশের এক ঝাঁক অতিথি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া, ডিফেন্স সেক্রেটারি অজয় কুমার থাকবেন, থাকবেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি।


জুলাই মাসের ২৭ তারিখ ভারতে পা রাখে রাফাল। অনেক আগে থেকেই স্থির ছিল তাকে ১৭ নং স্কোয়াড্রনের অংশ করা হবে। অর্থাৎ 'গোল্ডেন অ্যারো'-র অংশ হবে রাফাল। রাফালকে ঘিরে রাখতে এয়ারফোর্স মিডিয়াম রেঞ্জ মডিউলার এয়ার টু গ্রাউন্ট উইপন সিস্টেম তৈরি করেছে।ফ্রান্সের বিমানবাহিনী ও নৌসেনার নকশায় তৈরি হওয়া এই হ্যামার( হাই অ্যাজাইল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ) -ও আজ আত্মপ্রকাশ করবে।ANI


এরপর ভারতের দুই গর্ব রাফাল ও তেজস আকাশসীমায় এক প্রদর্শনীর আয়োজন করবে।জলসিঞ্চনে এই সামরিক বিমানকে স্বাগত জানাবে বায়ুসেনা। ANI