

২০১৪র বন্যার পর শ্রীনগরে সাপের সংখ্যা অনেক বেড়ে যায়। প্রতি বছর বেশ কিছু বিষাক্ত সাপ উদ্ধার করা হয়। গত বছরের ৬০ টির বেশি বিষাক্ত সাপ উদ্ধার করেছে SOS wildlife department, আর এই উদ্ধার কাজে একজনের নাম সব সময় সবার আগে আসে। আলিয়া মীর। তিনি পরিচিত স্নেক লেডি বা সর্প কন্যা নামে। সাপ উদ্ধারের কাজে সবার আগে আগ্রহ দেখিয়ে কাজ শুরু করেছিলেন আলিয়া। নিজে হাতে বহু বিষাক্ত সাপ তিনি উদ্ধার করেছেন। (Photo Credit : Parvez Butt, News18 Urdu Srinagar)


তবে পেশায় তিনি একজন শিক্ষিকা। বন্য প্রাণী উদ্ধারের কাজটা তিনি করেন ভালোবেসেই। (Photo Credit : Parvez Butt, News18 Urdu Srinagar)


আলিয়া এমন একজন অ্যানিমেল রেসকিউয়ার যিনি সব সময় শিরোনামে থাকেন, তাঁর সাহসের জন্য। (Photo Credit : Parvez Butt, News18 Urdu Srinagar)


সাপ তো আছেই সেই সঙ্গে যে কোনও জন্তু বিপদে পড়লেই ছুটে যান আলিয়া। (Photo Credit : Parvez Butt, News18 Urdu Srinagar)


আলিয়ার সাপ উদ্ধারের কাজ প্রথম পরিচিতি পায়, বেশ কয়েক বছর আগেই। (Photo Credit : Parvez Butt, News18 Urdu Srinagar)


প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর অবদুল্লা এবং মেহবুব মুফতির বাড়ি থেকেও ভয়ঙ্কর চারটি বিষাক্ত সাপ উদ্ধার করেন আলিয়া। আর এই সময় থেকেই তাঁকে সবাই চিনতে শুরু করে। (Photo Credit : Parvez Butt, News18 Urdu Srinagar)


সাপ ছাড়াও ১০০র বেশি বন্য প্রাণকে রক্ষা করেছেন তিনি। (Photo Credit : Parvez Butt, News18 Urdu Srinagar)


আলিয়া শুধু বন্যপ্রাণ উদ্ধার করেন না, সেই সঙ্গে মানুষকে বোঝানোর কাজও করেন। (Photo Credit : Parvez Butt, News18 Urdu Srinagar)


তিনি নিজে বহু সেমিনার করেন, রাস্তা ঘাটে বাচ্চা থেকে মানুষকে জড়ো করে বোঝাতে থাকেন বন্যপ্রাণের গুরুত্ব। (Photo Credit : Parvez Butt, News18 Urdu Srinagar)


পৃথিবীতে মানুষের সঙ্গে সঙ্গে সমান অধিকারে তাঁদেরও বেঁচে থাকার অধিকার আছে। এই বার্তাই মানুষের কাছে পৌঁছে দেন আলিয়া।(Photo Credit : Parvez Butt, News18 Urdu Srinagar)


এমন একটা সময়ে আমরা দাঁড়িয়ে আছি, যখন সত্যিই বন্যপ্রাণ সংরক্ষণ এবং তাঁদের সমান অধিকার দেওয়া প্রয়োজন। সেই কাজকেই কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন আলিয়া। (Photo Credit : Parvez Butt, News18 Urdu Srinagar)


বিয়ের পর বন্যপ্রাণীদের জন্য কিছু করার তাগিদ অভুভব করেন আলিয়া। দেরি না করে নেমে পড়েন কাজে। (Photo Credit : Parvez Butt, News18 Urdu Srinagar)


রাস্তা ঘাটে, নিজের স্কুল থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে সাপ ও নানা জীবকে উদ্ধার করেছেন আলিয়া। (Photo Credit : Parvez Butt, News18 Urdu Srinagar)