1/ 6


২৮ ফেব্রুয়ারি প্রায় ৪১০৩ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ফুড কর্পোরেশন । আবেদন করার শেষ তারিখ ২৫ মার্চ থেকে ৩০ মার্চ করা হয়েছে । জুনিয়র ইঞ্জিনিয়র, স্টেনোগ্রাফার ও টাইপিস্ট পদের জন্য কর্মী নিয়োগ করা হবে ।
3/ 6


জুনিয়র ইঞ্জিনিয়র (সিভিল/ ইলেকট্রিকাল/ মেকানিক্যাল), অ্যাসিট্যান্ট গ্রেড ২, স্টেনো গ্রেড ২ ও অ্যাসিট্যান্ট গ্রেড ৩ (জেনারেল/অ্যাকাউনট্যান্ট/ টেকনিক্যাল) পদে কর্মীনিয়োগ করা হবে ।
5/ 6


অনলাইন পরীক্ষার তারিখ জানার জন্য চোখ রাখতে হবে www.fci.gov.in ওয়েবসাইটে । ১৪ এপ্রিলের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টআউট নিতে হবে প্রার্থীদের ।