হোম » ছবি » দেশ » বাবা সিকিউরিটি গার্ড, মাইনে ছিল ১১০০! ছেলে আইএএস অফিসার, কুলদীপের বেতন চমকে দেবে

IAS Success Story: বাবা সিকিউরিটি গার্ড, মাইনে ছিল ১১০০! ছেলে আইএএস অফিসার, কুলদীপের বেতন চমকে দেবে

  • 15

    IAS Success Story: বাবা সিকিউরিটি গার্ড, মাইনে ছিল ১১০০! ছেলে আইএএস অফিসার, কুলদীপের বেতন চমকে দেবে


    তাঁর নাম কুলদীপ দ্বিবেদী৷ তিনি ২০১৫ সালে UPSC দ্বারা পরিচালিত সিভিল সার্ভিসেস পরীক্ষায় ২৪২ তম স্থান অর্জন করেছিলেন। কুলদীপের বাবা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। কুলদীপের চার ভাইবোন। নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করে সংসার চালানো সহজ ছিল না। অনেক সময় পেট ভরে খাবারও পাওয়া যেত না। আসুন জেনে নেওয়া যাক, এই পরিস্থিতিতে কুলদীপ কী ভাবে এই সাফল্য অর্জন করলেন।

    MORE
    GALLERIES

  • 25

    IAS Success Story: বাবা সিকিউরিটি গার্ড, মাইনে ছিল ১১০০! ছেলে আইএএস অফিসার, কুলদীপের বেতন চমকে দেবে


    কুলদীপ লখনউ-এর বাসিন্দা। তাঁর বাবা সূর্যকান্ত দ্বিবেদী লখনউ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন এবং পাঁচজনের পরিবারকে লালন-পালন করতেন। কুলদীপের বাবা তখন বেতন পেতেন ১১০০ টাকা। স্বাভাবিক ভাবে একসময়ের পরে লেখাপড়ার টান পড়তে থাকে বাড়ির বাচ্চাদের৷

    MORE
    GALLERIES

  • 35

    IAS Success Story: বাবা সিকিউরিটি গার্ড, মাইনে ছিল ১১০০! ছেলে আইএএস অফিসার, কুলদীপের বেতন চমকে দেবে

    কুলদীপের বাবা বাচ্চাদের পড়াতে গার্ডের চাকরির পাশাপাশি মাঠে কাজ শুরু করেন। দিনরাত পরিশ্রম করতেন। এভাবে চার সন্তানেরই লেখাপড়া শেষ করেন তিনি। এভাবেই শুরু হয় UPSC-এর প্রস্তুতি৷ কুলদীপ দ্বিবেদী ২০০৯ সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ২০১১ সালে স্নাতকোত্তর।

    MORE
    GALLERIES

  • 45

    IAS Success Story: বাবা সিকিউরিটি গার্ড, মাইনে ছিল ১১০০! ছেলে আইএএস অফিসার, কুলদীপের বেতন চমকে দেবে

    তিনি পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। এলাহাবাদে থেকে তিনি UPSC পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। এ সময় তার কাছে মোবাইল ছিল না। তিনি পিসিওর মাধ্যমে পরিবারের সদস্যদের ফোন করতেন। ২০১৫ সালে, কুলদীপ আইএএস পরীক্ষা দিয়েছিলেন এবং প্রথম প্রচেষ্টাতেই এটিতে যোগ্যতা অর্জন করেছিলেন। তিনি পরীক্ষায় ২৪২-তম স্থান অর্জন করেছিলেন। পদমর্যাদা অনুযায়ী তিনি আইআরএস পেয়েছেন।

    MORE
    GALLERIES

  • 55

    IAS Success Story: বাবা সিকিউরিটি গার্ড, মাইনে ছিল ১১০০! ছেলে আইএএস অফিসার, কুলদীপের বেতন চমকে দেবে


    অগাস্ট ২০১৬ সালে, নাগপুরে তাঁর প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের পর কুলদীপের প্রথম পোস্টিং ছিল অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইনকাম ট্যাক্স অফিসার পদে। সপ্তম পে কমিশন অনুসারে আইএএসদের বেতন সর্বনিম্ন ৫৬ হাজার থেকে ২.৫০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে৷ ফলে অর্থকষ্ট কুলদীপের জীবনের থেকে চিরকালীন বিদায় নিয়েছে এটা বলা চলে৷

    MORE
    GALLERIES