ভয়াবহ বন্যার ভ্রুকুটি গুজরাতে ৷ সারাদিন বৃষ্টিপাত হয়েছে ৷
বিপর্যস্ত একাধিক এলাকা ৷ ঘরে জলে, ঢুকেছে রেল সড়ক সর্বত্র ভোগান্তিতে সাধারণ মানুষ ৷
জোরদার বৃষ্টিতে রাস্তাঘাটে নেমেছে ধস ৷ কঙ্কাল সার চেহারা সড়কের ৷
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ৷ সর্বত্রই বন্যার ভ্রুকুটি সমগ্র গুজরাতে ৷
জলের তলায় বহু এলাকা, বিপত্তি সাধারণ মানুষের জীবনে ৷
...