তার ফলে স্বাভাবিক বর্ষার গতি বাধাপ্রাপ্ত হয়৷ ভারতে এর আগেও এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত প্রভাবিত হয়েছে৷ আবার এল নিনোর সময় কখনও-কখনও স্বাভাবিক বৃষ্টিও হয়েছে৷ তবে গত সাত দশকে ভারতে মোট ১৫ এল নিনোর প্রভাব পড়েছে৷ তার মধ্যে ছ’বার বৃষ্টি স্বাভাবিক হয়েছে, বাকি ন’বার বৃষ্টির অভাব দেখা দিয়েছে৷