▪️৬দিন মাথায় ফের সেই এক অনুভূতি! ফের কম্পন৷ জম্মু ও কাশ্মীরের লাদাখ ও কার্গিলে অনুভূত হল কম্পন৷ (Photo Courtesy: ANI) ▪️এর আগে ২৬ জুন মোটের ওপর একই এলাকায় ভূমিকম্প হয়৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যতে স্পষ্ট যে বৃহস্পতিবার দুপুর ১.১১ মিনিটে হয় এই ভূমিকম্প৷ ▪️রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৫৷ কার্গিল ও লাদাখের উত্তর ও উত্তর পশ্চিমে ১১৯ কিলোমিটারের মধ্যে এই ভূমিকম্প হয়৷ Representative Image ▪️তবে ক্ষয়ক্ষতির কথা কিছু জানা যায়নি৷ Representative Image ▪️এর আগে বৃহস্পতিবার সকালের দিকে আফগানিস্তানের কাবুলে বারেবারে কম্পন হয়েছে৷ জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি৷ Representative Image