

আজ পঞ্চম দফায় দেশের ৫১ কেন্দ্রে ভোটগ্রহণ। নজরে একাধিক হেভিওয়েট প্রার্থী। রাহুল বনাম স্মৃতির লড়াইয়ে সরগরম অমেঠি। সোমবার ভোট সনিয়া গান্ধির রায়বরেলিতেও। নির্ধারিত হবে রাজনাথ সিং-সহ মোদি মন্ত্রিসভার একাধিক সদস্যের ভবিষ্যৎ।


আপনার কেন্দ্রেও কী আজ ভোটগ্রহণ ৷ আপনি যদি আজ ভোট দিতে যান তাহলে তার আগে অবশ্যই চেক করে নিন যে আপনার নাম ভোটারলিস্টে রয়েছে ৷ ভোট দেওয়ার জন্য ফটো ভোটার স্লিপের সঙ্গে ভোটার আইডেন্টিফিকেশন কার্ড থাকা বাধ্যতামূলক ৷ এখনও পর্যন্ত ভোটার স্লিপ ডাউনলোড না করে থাকলে দেখে নিন সহজ উপায় ৷


প্রথমে nvsp.in পোর্টালে যেতে হবে ৷‘Search Your Name in Electoral Roll’ অপশনে ক্লিক করতে হবে ৷এখানে আপনার সম্বন্ধে তথ্য দিয়ে সার্চ করতে হবে ৷এরপর পেজের নীচে আপনার নাম দেখা যাবে ৷ এতে আপনি ‘View Details’ এ গিয়ে ক্লিক করলেই লোকসভা নির্বাচন ২০১৯-র ভোটার স্লিপ চলে আসবে ৷এরপর ‘Print Voter Information’ ক্লিক করলেই ভোটার স্লিপ পেয়ে যাবেন ৷