

ভয়ানক রিপোর্ট দিল IQAir নামের সুইশ সংস্থা। পরিবেশ দূষণের মাত্রা ঠিক কতটা বেড়েছে ভারতে, তার আন্দাজ দিল সাম্প্রতিক এক রিপোর্ট।


বিশ্বের সবথেকে দূষিত ৩০টি শহরের মধ্যে বাইশটি ভারতের। বায়ূ দূষণে জেরবার দেশের অনেক শহর। সেই রিপোর্ট বলছে, বিশ্বের সব থেকে দূষিত রাজধানী দিল্লি।


রিপোর্টে অবশ্য বলা হয়েছে, গত কয়েক বছরের তুলনায় এবার দিল্লিতে বায়ু দূষণ ১৫ শতাংশ কম। ভাল খবর শুধু এটুকুই। যানবাহন থেকে নির্গত ধোঁয়া, কলকারখানার ধোঁয়া ও ফসল পোড়ানোর ধোঁয়া এই দূষণের জন্য দায়ি।


ওই রিপোর্টে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে চিনের শিনজিয়াংকে। আরও বলা হয়েছে, বিশ্বে রোজ গড়ে ১৮ হাজার মানুষ বায়ূদূষণের জেরে প্রাণ হারান।


গাজিয়াবাদ, বুলন্দশহর, বিসরাখ জালালপুর, নয়ডা, গ্রেটার নয়ডা, কানপুর, লক্ষ্ণৌ, মেরাট, আগ্রা, মুজাফ্ফরনগর, ভিওয়ারি, ফরিদাবাদ, ঝিন্দ, হিসার, ফতেহাবাদ, ভান্ডওয়ারি. গুরুগ্রাম, যমুনানগর, রোহটাক, ধারুহীরা, বিহারের মুজাফ্ফরনগর ও রোহতকের নাম রয়েছে সেই তালিকায়। আর্থাত্, বিশ্বের সব থেকে দূষিত ৩০টি শহরের মধ্যে ২২টি ভারতের।