সকাল থেকেই রাজ্যজুড়ে কুয়াশার দাপট। ঘন কুয়াশায় ঢেকেছে উত্তরবঙ্গ। মালদা ও দুই দিনাজপুরে দৃশ্যমানতা ২০০ মিটার নিচে।ঘন থেকে অতি ঘন কুয়াশা দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের অন্য জেলাতেও । প্রতীকী ছবি ৷
2/ 8
দক্ষিণবঙ্গে ও কুয়াশার দাপট।পশ্চিমের জেলাগুলিতেও দৃশ্যমানতা বেশ কিছুটা নেমেছে কোথাও কোথাও ২০০ মিটার এর নিচে। কলকাতা শহরের দৃশ্যমানতা কম। সকালের দিকে দমদম নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট এ দৃশ্যমানতা ৫০০ মিটারের নেমে আসে। প্রতীকী ছবি ৷
3/ 8
আগামিকাল ও সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গে। দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে যেতে পারে। সড়ক পরিবহনের সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গে ও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা । প্রতীকী ছবি ৷
4/ 8
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য বাড়বে । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের উপরে থাকবে। আগামীকাল মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। বৃহস্পতিবার কলকাতা সহ রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টি । প্রতীকী ছবি ৷
5/ 8
বুধবার রাজ্যজুড়ে মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে । বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা শহরেও। বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই । প্রতীকী ছবি ৷
6/ 8
আজ কলকাতায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ে আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা আজও স্বাভাবিক। ১.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের ৩ ডিগ্রি নিচে। বাতাসে আদ্রতার পরিমাণ ৬১ থেকে ৯৭ শতাংশ । প্রতীকী ছবি ৷
7/ 8
শুক্রবার থেকে আকাশ পরিষ্কার নামবে পারদ। রবিবারের মধ্যেই কলকাতার পারদ ১২ ডিগ্রি নীচে নামতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বর্ষ শেষের আগেই আরও এক দফা জাঁকিয়ে শীতের পূর্বাভাস আবহাওয়া দফরের।উত্তরবঙ্গের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ বা শীতল দিনের পরিস্থিতি ফিরে আসতে পারে । প্রতীকী ছবি ৷
8/ 8
পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ঘন কুয়াশা এবং শীতল দিন এর পরিস্থিতি। ৪৮ ঘণ্টা পর থেকে শৈত্যপ্রবাহ বইতে পারে এই রাজ্যগুলিতে। এর প্রভাব পড়বে আমাদের রাজ্যেও । প্রতীকী ছবি ৷