হোম » ছবি » দেশ » ফণীর তাণ্ডব তছনছ ওড়িশার একাধিক জেলা, মৃতের সংখ্যা বেড়ে ৬
ফণীর তাণ্ডব তছনছ ওড়িশার একাধিক জেলা, মৃতের সংখ্যা বেড়ে ৬
Bangla Digital Desk
1/ 4
ফণীর তাণ্ডব তছনছ ওড়িশার ৪ জেলা ৷ সকাল ৮টা থেকে একটানা তাণ্ডব ওড়িশায় ৷ কেন্দপাড়া, পুরী, জগৎসিংপুর, খুরদায় ক্ষতি ৷ ওড়িশার ১১ জেলা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৷ এখনও পর্যন্ত ফণী ঘূর্ণিঝড়ে মৃত্যু হয়েছে ৬ জনের ৷
2/ 4
ঝড়ের সঙ্গেই চলছে তুমুল বৃষ্টি ৷ বিদ্যুতে খুঁটি উপড়েছে ৷ সম্পূর্ণ বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা ৷ ওড়িশা উপকূলে টেলিফোন পরিষেবা ব্যাহত ৷ ওড়িশায় আরও ২-৩ ঘণ্টা ফণীর তাণ্ডব চলবে ৷
3/ 4
সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৷ জগৎসিংপুর, খুরদা হয়ে ফণী ঢুকছে বাংলায় ৷
4/ 4
সন্ধের মধ্যেই রাজ্যে প্রবেশ করবে ফণী ৷ ওড়িশা পেরিয়ে রাজ্যে ঢুকছে ফণী ৷ আছড়ে পড়বে অতি বিপজ্জনক ঘূর্ণিঝড় ৷ এরাজ্যে ঢোকার আগে শক্তি কমবে ফণীর ৷ ১০.৩০টায় দিঘার ৩৫০ কিমি দূরে ছিল ফণী ৷ ঝড়ের গতিবেগ ১৬৫-১৭৫ কিমি ৷
ফণীর তাণ্ডব তছনছ ওড়িশার একাধিক জেলা, মৃতের সংখ্যা বেড়ে ৬
ফণীর তাণ্ডব তছনছ ওড়িশার ৪ জেলা ৷ সকাল ৮টা থেকে একটানা তাণ্ডব ওড়িশায় ৷ কেন্দপাড়া, পুরী, জগৎসিংপুর, খুরদায় ক্ষতি ৷ ওড়িশার ১১ জেলা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৷ এখনও পর্যন্ত ফণী ঘূর্ণিঝড়ে মৃত্যু হয়েছে ৬ জনের ৷
ফণীর তাণ্ডব তছনছ ওড়িশার একাধিক জেলা, মৃতের সংখ্যা বেড়ে ৬
ঝড়ের সঙ্গেই চলছে তুমুল বৃষ্টি ৷ বিদ্যুতে খুঁটি উপড়েছে ৷ সম্পূর্ণ বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা ৷ ওড়িশা উপকূলে টেলিফোন পরিষেবা ব্যাহত ৷ ওড়িশায় আরও ২-৩ ঘণ্টা ফণীর তাণ্ডব চলবে ৷
ফণীর তাণ্ডব তছনছ ওড়িশার একাধিক জেলা, মৃতের সংখ্যা বেড়ে ৬
সন্ধের মধ্যেই রাজ্যে প্রবেশ করবে ফণী ৷ ওড়িশা পেরিয়ে রাজ্যে ঢুকছে ফণী ৷ আছড়ে পড়বে অতি বিপজ্জনক ঘূর্ণিঝড় ৷ এরাজ্যে ঢোকার আগে শক্তি কমবে ফণীর ৷ ১০.৩০টায় দিঘার ৩৫০ কিমি দূরে ছিল ফণী ৷ ঝড়ের গতিবেগ ১৬৫-১৭৫ কিমি ৷