

•বছরের আর কয়েকটি দিনই পড়ে আছে হাতে। এর মাঝেই এই বছরের শেষ পূর্ণিমা ও পূর্ণ চন্দ্রের সাক্ষী হতে চলেছে পৃথিবী। দিন কয়েক আগেই সৌরজগতের দুই গ্রহ বৃহস্পতি ও শনি সব চেয়ে কাছে এসেছিল। সেই বিরল মহাজাগতিক দৃশ্যের প্রত্যক্ষদর্শী হয়েছিল পৃথিবীর মানুষ। এ বার ২৯-৩০ ডিসেম্বর রাতে দেখা যাবে কোল্ড মুন অফ ২০২০(Cold Moon 2020)। মহাকাশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৩০ ডিসেম্বর রাতে ভারতের আকাশে পূর্ণিমা আর এই পূর্ণ চন্দ্র সব চেয়ে ভাল করে দেখা যাবে। Representative Image


•পূর্ণিমার এই তিথিতে পূর্ব আকাশে চাঁদ ওঠার সময়ে পৃথিবীর এই উপগ্রহের রং হবে কমলা। এ ক্ষেত্রে উত্তর গোলার্ধে শীতকাল শুরু হওয়ায় ডিসেম্বরের এই পূর্ণ চন্দ্রের নাম দেওয়া হয়েছে কোল্ড মুন (Cold Moon)।Representative Image


•সময় ও তারিখ-৩০ ডিসেম্বর রাত ৯টায় ভারতের আকাশে পূর্ণ চন্দ্র দেখা যাবে। অন্য দিকে, ২৯ ডিসেম্বর উত্তর আমেরিকায় দেখা যাবে সম্পূর্ণ চাঁদ।Representative Image


•পূর্ণ চন্দ্র দেখার সেরা সময়-সাধারণত, কোল্ড মুন দেখার সময় হল সূর্যাস্তের আশপাশের সময়। অর্থাৎ চাঁদ ওঠার সময়। সূর্যাস্তের ঠিক বিপরীত আকাশে অর্থাৎ সন্ধ্যার সময়ে পূর্ব আকাশে সব চেয়ে ভাল করে দেখা যায় পূর্ণ চন্দ্র। এ ক্ষেত্রে চাঁদের ওঠার সময়টার উপরে নজর রাখতে হবে। এই সময়ে শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল, সর্বত্রই ল্যান্ডস্কেপে দেখা যাবে কোল্ড মুন। মূলত, পূর্ব আকাশের দিগন্তে চাঁদ ওঠার ১৫-২০ মিনিটের মধ্যেই দেখা যাবে এই মনোরম দৃশ্য।Representative Image


•কমলা রঙে দেখা যাবে পূর্ণ চন্দ্র-চাঁদের এই কমলা রঙের পিছনে অবশ্য একটা কারণ রয়েছে। এ ক্ষেত্রে চাঁদ ওঠার সময়ে সূর্যের প্রতিফলিত রশ্মিও দেখা যাবে। এই সূর্যরশ্মি পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে যাওয়ার পর পৃথিবীর লোকজনের কাছে প্রত্যক্ষ হবে। আর এখানেই একটি ঘটনা ঘটবে।Representative Image


•এ ক্ষেত্রে অপেক্ষাকৃত ছোট তরঙ্গ দৈর্ঘ্যের জন্য পৃথিবীর নীল প্রান্তের দিকে ছড়িয়ে পড়বে সূর্যরশ্মি। অন্য দিকে, বড় তরঙ্গ দৈর্ঘ্যের জন্য খুব বেশি বিচ্ছুরিত না হয়েই বায়ুমণ্ডল বরাবর লাল প্রান্তের দিকে পৌঁছে যাবে সূর্যরশ্মি। এর ফলে চাঁদ ওঠার সময়ে এর রঙ উজ্জ্বল কমলা রঙের হবে। তার পর ধীরে ধীরে ফ্যাকাশে হলুদ এবং শেষমেশ সাদা রঙের দেখতে হবে চাঁদ!Representative Image