

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরেই অবস্থান করে আরও শক্তি বৃদ্ধি করছে সাইক্লোন নিভার৷ এই মুহূর্তে তার অবস্থান অন্ধ্রপ্রদেশের দক্ষিণে৷ এর শক্তিশালী সাইক্লোনের জেরে প্রবল বৃষ্টি চেন্নাই, ভাল্লিপুরম , কুদ্দালোর ও পুদুচেরিতে৷ সমস্ত সংবাদমাধ্যম সূত্রে সতর্কতা জারি করা হয়েছে ৷ Photo- Collected


মঙ্গলবারের মধ্যে আরও ঘণীভূত হচ্ছে সাইক্লোন নিভার৷ আর এই প্রবল শক্তিবৃদ্ধির পর বুধবার বিকেলের মধ্যে হবে এর ল্যান্ডফল৷ তামিলনাড়ুর কারাইকাল ও মহাবলীপুরমের মাঝামাঝি জায়গায় হবে ল্যান্ডফল৷Photo- Collected


গোটা দক্ষিণ ভারত জুড়ে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ ২২ তারিখ থেকেই জারি রয়েছে এই সতর্কতা৷ ২২-২৫ তারিখ অবধি আপাতত এই সতর্কতা জারি করেছে আইএমডি ( India Meteorological Departmen) ৷Photo- Collected


(IMD) জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাবে৷ এরসঙ্গে প্রবল পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাসও জারি করা হয়েছে৷Photo- Collected


ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে৷ ২ টি ট্রেন পুরোপুরি বাতিল হয়েছে অন্যদিকে ৯ টি ট্রেন আংশিক বাতিল করা হয়েছে৷Photo- Collected