কলকাতা: ভারতের মৌসম বিভাগ (আইএমডি) মঙ্গলবার (২ মে) জানিয়েছে যে একটি ঘূর্ণিঝড় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ৬ মে-র আশেপাশে তৈরি হতে পারে৷ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে কয়েকটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে৷ তবে সেই সাইক্লোনিক সার্কুলেশনগুলি প্রথমেই আগামী ২-৩ দিনের মধ্যে নিম্নচাপ হওয়ার পরেই সাইক্লোন আদৌ তৈরি হবে কিনা তা নিশ্চিত হওয়া যাবে৷ আর যদি এ মরশুমে বঙ্গোপসাগরের প্রথম সাইক্লোন তৈরি হলে তবে তার নাম হবে সাইক্লোন মোখা৷
মার্কিন আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থা গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) এবং ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস (ইসিএমডব্লিউএফ) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় গঠনের পূর্বাভাস দিয়েছিল দিন কয়েক আগেই আর মঙ্গলবার সেই সাইক্লোন যে গঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সে বিষয়ে আধিকারিকভাবে স্বীকৃতি দেয় আইএমডি বা মৌসম বিভাগ৷
এদিকে ফণী বা সুপার সাইক্লোনের ধাক্কা সামলানো ওড়িশা সরকার ইতিমধ্যেই দারুণ সতর্ক৷ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক মঙ্গলবার ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি পর্যালোচনা করার জন্য একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করেন৷ তিনি সমস্ত সরকারি আধিকারিক ও ডিসাস্টার ম্যানেজমেন্ট কর্মকর্তাদের যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন।