মে মাস আসতে না আসতেই ফের নিম্নচাপ তথা ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত। আগামী কয়েক দিনে একটি নিম্নচাপ পুঞ্জীভূত চলেছে বঙ্গোপসাগরে। আবহবিদরা জানাচ্ছেন নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে। তবে ঘূর্ণিঝড় তৈরি হবেই, এমন নিশ্চয়তা এখনও পর্যন্ত নেই।
2/ 9
পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তৈরি হওয়ার পরের ৪৮ ঘণ্টায় সেটি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে।
3/ 9
নিম্নচাপ থেকে ক্রমাগত শক্তি বাড়িয়ে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না কিংবা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরে সেটি কোথায় আছড়ে পড়বে, সে বিষয়ে এখনও পূর্বাভাস সম্ভব নয়।
4/ 9
তবে যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়, তবে যত দূর সম্ভব তার নামকরণ হবে ‘মোকা’ (Mocha)। এই নামকরণ করেছে ইয়েমেন।
5/ 9
রীতি অনুযায়ী WMO/ESCAP-এর সদস্য দেশগুলি নামকরণ করে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের। সেইমতো এ বারের পালা ইয়েমেনের।
6/ 9
এই মোকা নামটিতে জড়িয়ে আছে কফির সুবাস। কারণ লোহিত সাগরের উপকূলে প্রাচীন বন্দর শহর Mokha-র নামেই অনাগত ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে।
7/ 9
এই বন্দর শহর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে রফতানি করা হয় সেরা স্বাদের ইয়েমেনি কফি। গত ২০০ বছর ধরে কফি সাম্রাজ্যে এই দেশ একচ্ছত্র।
8/ 9
প্রাচীন সেই বন্দরের নাম Mokha-ই বানান ও উচ্চারণভেদে হয়ে গিয়েছে Mocha। এই নামটি কফিবিলাসীদের অত্যন্ত পরিচিত ও প্রিয়।
9/ 9
এ বার সেই বন্দরের নাম জড়িয়ে গেল সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নামেও।
Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোকা কি সত্যি ধেয়ে আসছে? কোন দেশ নামকরণ করল? এই নামের অর্থই বা কী, জানুন
মে মাস আসতে না আসতেই ফের নিম্নচাপ তথা ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত। আগামী কয়েক দিনে একটি নিম্নচাপ পুঞ্জীভূত চলেছে বঙ্গোপসাগরে। আবহবিদরা জানাচ্ছেন নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে। তবে ঘূর্ণিঝড় তৈরি হবেই, এমন নিশ্চয়তা এখনও পর্যন্ত নেই।
Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোকা কি সত্যি ধেয়ে আসছে? কোন দেশ নামকরণ করল? এই নামের অর্থই বা কী, জানুন
পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তৈরি হওয়ার পরের ৪৮ ঘণ্টায় সেটি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে।
Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোকা কি সত্যি ধেয়ে আসছে? কোন দেশ নামকরণ করল? এই নামের অর্থই বা কী, জানুন
নিম্নচাপ থেকে ক্রমাগত শক্তি বাড়িয়ে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না কিংবা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরে সেটি কোথায় আছড়ে পড়বে, সে বিষয়ে এখনও পূর্বাভাস সম্ভব নয়।