

তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় গাজা ৷ কুদ্দালোর এবং নাগাপাত্তিনামের মাঝামাঝি উপকূলে আছড়ে পড়ছে ঝড় ৷ ঘূর্ণিঝড়ের জেরে বেঙ্গালুরু, দিল্লি, চেন্নাই, তিরুঅনন্তপুরমে এবং হায়দরাবাদ প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে ৷


ঘূর্ণিঝড়ের তীব্রতা এতটাই থাকবে যে তামিলনাড়ুতে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ৷ আজ ভোর থেকেই তামিলনাড়ু এবং পুদুচেরির বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে ৷


আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ৯০ ছেকে ১০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড় ৷ এর সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ৷


প্রথমে অন্ধ্রপ্রদেশে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা ছিল ৷ কিন্তু আচমকা সেটি তামিলনাড়ুর দিকে ঘুরে গিয়েছে ৷ হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল বা রাতে কুদ্দালোর এবং নাগাপাত্তিনামের মাঝামাঝি উপকূলে আছড়ে পড়বে ঝড় ৷


এর জেরে তামিলনাড়ুতে ৯ এবং পুদুচেরিতে ২ এনডিআরএফ-এর টিমকে অ্যালার্ট রাখা হয়েছে ৷ প্রশাসনকেও সতর্ক করা হয়েছে ৷ ইতিমধ্যেই ৩০,৫০০ জন উদ্ধারকারী কর্মীকে সতর্ক থাকার ঘোষণা করা হয়েছে ৷ বেশ কয়েকটি এলাকায় স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে বৃহস্পতিবার ৷