

হাতে সময় কম। সাইক্লোন বুরেভির দাপট থেকে বাঁচতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে তামিলনাড়ু ও কেরল প্রশাসন। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


ইতিমধ্যেই তামিলনাড়ুর কন্যাকুমারী বা থুথকুড়ি বা নাগাপাট্টিনাম এলাকায় এনডিআরএফ কর্মীরা পৌঁছেছেন। মৌসম ভবন বলছে, মান্নার উপকূল হয়ে রামেশ্বরমের কাছ আজই আছড়ে পড়তে পারে সাইক্লোন বুরেভি।


কেরল এবং তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় সাইক্লোন বুরেভির জন্য আগামী তিনদিন সমুদ্রে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জাড়িয়ে হয়েছে।


এই ঝড়ের প্রভাব তেমন ভাবে পড়বে না বাংলায়। তবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং সহ উপরের দিকের জেলাগুলিতে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন ওড়িশায় কুয়াশা থাকবে। আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম মনিপুর ত্রিপুরাতে কুয়াশার সম্ভাবনা।ঘূর্ণিঝড় বুরেভি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে । এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। স্থলভাগে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকবে ঘন্টায় ৯৫ থেকে ১০০ কিলোমিটার।