

• শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বুরেভি। আজ রাতেই শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়বে। গতিপথ পরিবর্তন করে ফের শুক্রবার সকালে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। কন্যাকুমারীর কাছে প্রায় ১০০ কিলোমিটার গতিবেগ নিয়ে স্থলভাগের প্রবেশ করবে বলে অনুমান আবহাওয়াবিদদের।


• ঘূর্ণিঝড় বুরেভির সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। আজ কলকাতা সহ রাজ্যে সামান্য বাড়লেও তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে চলতি সপ্তাহে। আপাতত জাঁকিয়ে শীত এর সম্ভাবনা নেই।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।মেঘমুক্ত আকাশে দিনের তাপমাত্রা ও স্বাভাবিক ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল গতকাল।বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৩৮ থেকে ৯৬ শতাংশ।


• রাতেও সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে শীতের আমেজ কিছুটা কমবে কলকাতায়। জেলায় জেলায় শীতের আমেজ সারাদিন।নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে শুক্রবার উত্তর পশ্চিম ভারতে। এর ফলে হিমালয় সংলগ্ন এলাকা। উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্য। সিকিম ও অরুণাচলে সপ্তাহান্তে বৃষ্টিও তুষারপাতের সম্ভাবনা।


• উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং সহ উপরের দিকের জেলাগুলিতে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা।আগামী দুদিন ওড়িশায় কুয়াশা থাকবে। আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম মনিপুর ত্রিপুরাতে কুয়াশার সম্ভাবনা।ঘূর্ণিঝড় বুরেভি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে । এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। বুধবার রাতে শ্রীলংকার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। স্থলভাগে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকবে ঘন্টায় 95 থেকে 100 কিলোমিটার।


• এরপর ঘূর্ণিঝড় গতি পরিবর্তন করবে। পশ্চিম দিকে অগ্রসর হয়ে গালফ অফ মানার ও কোমোরিন এলাকায় প্রবেশ করবে।সেই সময় এর গতিবেগ কিছুটা কমে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় হবে।ফের অভিমুখ পরিবর্তন করে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অভিমুখে অগ্রসর হবে ঘূর্ণিঝড়।কিছুটা শক্তি বাড়িয়ে তা তামিলনাডু কন্যাকুমারীর কাছাকাছি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। শুক্রবার সকালে ঘূর্ণিঝড় পৌছবে তামিলনাড়ু উপকূলে।সেই সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার।


•এর প্রভাবে কেরালা ও তামিলনাড়ু বেশ কয়েকটি উপকূলীয় জেলা ক্ষতির আশঙ্কা।প্রবল বৃষ্টিপাত হবে এই দুই রাজ্যের বিভিন্ন জেলায় একইসঙ্গে সংলগ্ন অন্ধপ্রদেশ ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সহ উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।