

দেশে অনগ্রসর জাতি ও সংখ্যালঘুদের উপর বাড়ছে অত্যাচার ও উৎপীড়নের ঘটনা ৷ কোনও বিরোধী দল বা NGO নয়, এই দাবি স্বয়ং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ৷ NHRC প্রকাশিত সরকারি রিপোর্ট বলছে, দেশে দলিত- অনগ্রসর ও সংখ্যালঘু জাতির উপর অত্যাচারের ঘটনা আগের থেকে অনেক বেড়েছে ৷ জাতি বিদ্বেষমূলক অপরাধের ক্রমবর্ধমান সংখ্যা উদ্বেগের ৷ সরকারি রিপোর্টে এমন তথ্য সামনে আসায় কেন্দ্রের কপালে ভাঁজ ৷


কখনও গরু চোরের অপবাদ দিয়ে গণপিটুনি, কখনও আবার উচ্চবর্ণে NHRC -এর রিপোর্টে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত তিন মাসের মধ্যেই দেশে দলিত সহ সমস্ত অনগ্রসর ও সংখ্যালঘুদের উপর অত্যাচারের ৯৯টি ঘটনা সামনে এসেছে ৷ এর মধ্যে ৫২টি ঘটনায় শুধু উত্তরপ্রদেশের ৷


বিজেপি সরকারের শাসনকালে হেটক্রাইম-এর বাড়বাড়ন্ত নিয়ে বরাবরই সরব বিরোধীরা ৷ এবার খোদ সরকারেরই এক দফতরের প্রকাশিত রিপোর্টের তথ্যে সেই দাবিতেই পড়ল সিলমোহর ৷ জাতিবিদ্বেষমূলক অপরাধের ঘটনায় শীর্ষে যোগী রাজ্য ৷


গত কয়েক বছরে জাতিবিদ্বেষ মূলক অপরাধের পরিসংখ্যানের যে তথ্য সামনে এসেছে তা অনুযায়ী, ২০১৬-১৭ সালে অনগ্রসর জাতির উপর উৎপীড়নের ৫০৫টি ঘটনার মামলা দায়ের হয়েছে ৷ সংখ্যালঘুদের উপর অত্যাচারের ১১৭টি ঘটনা সামনে এসেছিল ৷ সেখানে ২০১৭-১৮ সালে অনগ্রসর-দলিত শ্রেণীর উপর অত্যাচারের ৪৬৪ টি ঘটনা সামনে আসে, সংখ্যালঘুদের উপর ৬৭টি অত্যাচারের ঘটনা ঘটেছে ৷