১ এপ্রিল, ২০২০ সালের পর থেকে প্রথমবার মহারাষ্ট্রের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ১ হাজারের নিচে। শুধু তাই নয়, ধারাভিতে করোনা সংক্রমণের পরিমাণও পৌঁছে গিয়েছে শূন্যতে, যা আশাপ্রদ।
2/ 5
কয়েকদিন থেকে করোনা সংক্রমণের পরিমাণ অনেকটাই কম থাকছে। বুধবার মহারাষ্ট্রে ১৪৯ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এ ছাড়া শুক্রবার নতুন করে ১৩৯ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে
3/ 5
মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ২৪টি জেলা ও ১৫টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতায় থাকা এলাকায় সর্বত্রই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। সারা রাজ্যের মধ্যে করোনা সংক্রমণ সর্বোচ্চ মুম্বইয়ে, সেখানে দৈনিক সংক্রমণ ৫৪।
4/ 5
মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ২৪টি জেলা ও ১৫টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতায় থাকা এলাকায় সর্বত্রই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। সারা রাজ্যের মধ্যে করোনা সংক্রমণ সর্বোচ্চ মুম্বইয়ে, সেখানে দৈনিক সংক্রমণ ৫৪।
5/ 5
২০২০ সালে ধারাভি ছিল করোনা হটস্পট। ২০২০ সালের এপ্রিলের ১ তারিখে প্রথমবার করোনা সংক্রমণ ধরা পড়ে। আপাতত মহারাষ্ট্রে সংক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৬৫।