

১৩ তারিখ রয়েছে NEET ৷ এছাড়াও আরও কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সামনেই ৷ করোনা আবহে পরীক্ষা হলের জন্য পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু আচরণবিধি প্রকাশ করল কেন্দ্র ৷ এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, পরীক্ষা মানেই প্রচুর ছাত্রছাত্রীরা সেখানে আসবেন ৷ সঙ্গে থাকবেন তাদের অভিভাবক ৷ তাই সংক্রমণ এড়াতে বিশেষ কৌশল ৷ Photo- Somraj Bandopadhyay


পরীক্ষাহলে সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে ৷ ফেস কভার ফেস মাস্ক ব্যবহার আবশ্যক ৷সঙ্গে রাখতে হবেই অ্যালকোহল বেসড স্যানিটাইজার ৷ পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফেলা যাবে না থুতু ৷


প্রত্যেক পরীক্ষার্থীর মধ্যে ৬ফুটের দূরত্ব রেখে পরীক্ষা নিতে হবে। এজন্য বিশেষ বসার ব্যবস্থা ও মার্কিং করে দিতে হবে। পরীক্ষা কেন্দ্র চত্বরেও এই নিয়ম মানতে হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি গাইডলাইন মোতাবেক ছাত্র-ছাত্রীরা যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকবেন তখন তাদেরকে পরীক্ষা কেন্দ্র থেকেই মাস্ক দেওয়া হবে সেই মাস্ক পরেই ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে। বাড়ি থেকে যে মাস্ক পড়ে ছাত্রছাত্রীরা আসবেন সেই মাস্ক পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই খুলে নিতে হবে। অন্যান্য পরীক্ষার মতো মোবাইল, ব্যাগ, বই পরীক্ষাকেন্দ্রের ভিতরে নিয়ে ঢুকতে পারবেন না পরীক্ষার্থীরা।


কন্টেইনমেন্ট জোনের অন্দরে কোনও পরীক্ষাকেন্দ্র ফেলা যাবে না ৷ কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী যদি কনটেনমেন্ট জোনের বাসিন্দা হন, তবে তাঁকে কোনও ভাবেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া চলবে না।