হরিয়ানার কারনাল জেলায় একটি পরিবারের হোলির আনন্দ হঠাত্ করেই শোকে পরিণত হয়েছে। ঝারুন্দায় সন্দেহজনক অবস্থায় মিষ্টির দোকান মালিকের ছেলে ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। বলা হচ্ছে হোলি খেলার পর দম্পতি স্নান করতে বাথরুমে যান। তার পরই ঘটে দুর্ঘটনা{
2/ 5
অনেকক্রণ পরেও দম্পতি বাথরুম থেকে না বেরনোয সন্দেহ হয পরিবারের লোকজনের{ তাঁরা গিযে দেখেন বাথরুমে মৃত অবস্থায পড়ে রযেছেন দুজন।
3/ 5
স্ত্রী শিল্পাকে নিয়ে হোলি সেলিব্রেট করে বাড়ি ফিরেছিলেন ২৭ বছর বয়সী গৌরব। রঙ তুলতে দুজনেই স্নান করতে বাথরুমে যান। সেই সময় বাথরুমে গ্যাসের গিজার থেকে গ্যাস লিক হওয়ায় সেখানে দুজনেই অজ্ঞান হয়ে পড়েন। পুলিশ প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছে।
4/ 5
বাথরুমে গৌরব ও শিল্পার সঙ্গে ঘটা ঘটনার কোনো ধারণা পাননি পরিবারের সদস্যরা। প্রায় ২ ঘন্টা পর গৌরবের পরিবারের সদস্যরা বাথরুম খুলে দুজনকে মৃত অবস্থায় দেখেন। অচেতন অবস্থায় স্বামী-স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
5/ 5
গৌরব ও শিল্পার বিয়ে হয়েছিল মাত্র ৩ মাস আগে। বিযের পর এটাই ছিল প্রথম হোলি।