

• সম্মান রক্ষার্থে খুন । ফের ঘটনাস্থল উত্তরপ্রদেশ । অন্তঃসত্ত্বা ২০ বছরের মেয়েকে নিজের হাতে কুপিয় খুন করে রেললাইনের উপর ফেলে এল বাবা-মা । ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । প্রতীকী চিত্র ।


• ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে । গত ২৫ অক্টোবর আলবাপুরে রেল লাইনের উপর থেকে মেয়েটির মৃতদেহ উদ্ধার হয় । মেয়েটির পরিচয় জানা চেষ্টা করতে থাকে পুলিশ । সে সময় কমলেশ কুমার যাদব, নিজেই স্বীকার করে নেন ওই মৃতদেহ তার মেয়ের । প্রতীকী চিত্র ।


• শুধু তাই নয়, কমলেশ মেয়েকের খুনের অভিযোগ তুলে থানায় অভিযোগও দায়ের করে । এরপরেই তদন্তে নামে স্থানীয় থানার পুলিশ । কমলেশ ও তাঁর স্ত্রী অনিতা দেবীকে জিজ্ঞাসাবাদ করা হয় । ময়নাতদন্ত এবং ইউএসজি-তে পরিষ্কার দেখা যায় খুনের সময় গর্ভবতী ছিলেন ওই যুবতী । প্রতীকী চিত্র ।


• ধীরে ধীরে পুলিশের সন্দেহ বাড়তে থাকে । শেষ পর্যন্ত জেরার মুখে ভেঙে পড়ে অভিযুক্ত কমলেশ ও অনিতা । মেয়েকে খুনের কথা স্বীকার করে নেয় তারা । পুলিশের কাছে তারা জানায়, লোকলজ্জার ভয়ে গর্ভবতী মেয়েকে তারাই খুন করেছে । প্রতীকী চিত্র ।


• ২৪ অক্টোবর হঠাৎই তারা জানতে পারে মেয়ে ছয় মাসের গর্ভবতী । বারবার তাকে জিজ্ঞাসা করলেও তাঁর সন্তানের বাবা কে, তা জানায়নি মেয়ে । শেষ পর্যন্ত বাবা-মা, মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যায় গর্ভপাত করানোর জন্য । কিন্তু ছয় মাস হয়ে যাওয়ায় সেটাও সম্ভব হয় না । প্রতীকী চিত্র ।