

গোটা বিশ্বে করোনা হাহাকার! যতক্ষণ না ভ্যাকসিন আসছে, ততক্ষণ রক্ষা নেই! তবে, এরমধ্যেই মিলল স্বস্তির খবর! সূত্রের খবর, নভেম্বরে আমেরিকায় এবং মার্চে ভারতে করোনা ভ্যাকসিন মিলতে পারে।


সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের সবুজ সঙ্কেত পেলে আগামী মার্চেই দেশে করোনা ভ্যাকসিন এসে যাবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকার ফরমুলায় ভ্যাকসিন বানাচ্ছে সিরাম ইনস্টিটিউট।


পাশাপাশি রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি-র যে ক্লিনিক্যাল ট্রায়াল ভারতে স্থগিত রাখা হয়েছিল, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের বিশেষজ্ঞদের একটি প্যানেল সেই ট্রায়াল ফের শুরুর অনুমতি দিয়েছে।


মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের অনুমোদন মিললে জার্মান সংস্থা বায়োএনটেক-এর সঙ্গে যৌথ উদ্যোগে বানানো তাদের ভ্যাকসিন এ বছরের নভেম্বরেই বাজারে এসে যেতে পারে।