লোকসভা ভোটে লড়ার জন্য বান্দ্রায় মনোনয়নপত্র পেশ করলেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের বোন প্রিয়া দত্ত। কংগ্রেস প্রার্থী প্রিয়া দত্ত লোকসভা নির্বাচন লড়বে মুম্বই উত্তর-মধ্য থেকে। সোমবার বেলা ১টা নাগাদ রোড শো করে মনোনয়ন জমা কংগ্রেস প্রার্থী প্রিয়া দত্ত বাবার পথ ধরেই রাজনীতিতে এসেছেন তিনি। তার বাবা দীর্ঘদিন কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রিয়া দত্তএর মনোনয়নপত্র পেশে জমজমাট বান্দ্রার রাস্তা মনোনয়নপত্র পেশ কারার আগে তিনি সিদ্ধিবিনায়ক মন্দিরে যান।