

অবশেষে ফিকে গেরুয়া ম্যাজিক ৷ পঞ্চায়েত ভোটের এখন সাফল্য অতীত ৷ পুরভোটে হাতের সামনে অবশেষে হার মানল পদ্ম ৷ রবিবার রাজস্থানের পুরভোটে চমকপ্রদ ফল কংগ্রেসের ৷ পরাজিত বিজেপির স্থান এখন তিন নম্বরে ৷


রাজস্থানের ১২ জেলায় মোট ৫০টি পুরবোর্ডের জন্য ১৭৭৫টি আসনে নির্বাচন হয় ৷ এখনও পর্যন্ত ১৭৭৪টি আসনের ফল ঘোষিত ৷ ৫০টি বোর্ডের মধ্যে ১৪টিতে এগিয়ে কংগ্রেস ৷ হাত শিবিরের ঝুলিতে ৬২০টি আসন ৷ আসন দখলের নিরিখে দ্বিতীয় স্থানে নির্দল ৷ ৫৯৫ আসনে জিতেছেন নির্দল প্রার্থীরা ৷ তৃতীয় স্থানে নেমে গিয়েছে বিজেপি ৷ তাদের দখলে ৫৪৮ টি আসন ৷ photo source collected


এই পুরভোটে বিএসপি-র ৭ জন প্রার্থী জয়ী হয়েছেন ৷ এছাড়া সিপিআই, সিপিআইএম এবং রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির একজন করে প্রার্থীও জয়লাভ করেছেন ৷ পুরসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৭ হাজার ২৪৯ জন প্রার্থী। আর ভোটার সংখ্যা ছিল ১৪ লক্ষ ৩২ হাজার।