

প্রবল শীতে কাঁপছে দক্ষিণবঙ্গ, ঠাণ্ডায় জবুথবু কলকাতাবাসী৷ জানুয়ারির শেষ দিকে শীতের জোরালো ইনিংস৷ সর্বনিম্ন তাপমাত্রা আরও নীচের নামার পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর৷ Photo- Representative


এই সপ্তাহেও শীতের এই ঝোড়ো ইনিংস চালু থাকবে৷ শৈত্যপ্রবাহের জেরে অস্বস্তিতে বহু মানুষ৷ এদিকে রবিবারও কড়া রোদ উঠবে না হালকা সূর্যরশ্মিই ভরসা৷ Photo- Representative


শুধু পশ্চিমবঙ্গেই নয়, সারা দেশেই এবার শীতের (Winter) ইনিংস জোরদার গোটা উত্তরভারত জুড়েই৷ হিমালয় এলাকায় বারবার বরফপাতের (SnowFall ) ঘটনা ঘটছে৷ আর এরই জেরে শীত আর থামার নাম নিচ্ছে না৷ এরইমধ্যে আইএমডি (IMD)সতর্কবার্তা জারি করে জানিয়েছে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে শীতল ওশুষ্ক উত্তর পশ্চিমী হাওয়ার দাপট জারি থাকবে৷ এরই জেরে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ও কচ্ছে এই আবহাওয়া জারি থাকবে৷ Photo- Representative


আগামী দু দিন ধরে এই আবহাওয়াই জারি থাকবে৷ বিভিন্ন রাজ্যে প্রবল ঠাণ্ডা অনুভূত হবে৷ মৌসম বিভাগ অনুযায়ি পশ্চিমি হিমালয় ক্ষেত্র এলাকায় ৩১ জানুয়ারি নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়েছে৷ আগামী ২ থেক ৩ ফেব্রুয়ারি এই ঝঞ্ঝা সমতল এলাকায় প্রবেশ করবে৷ Photo- Representative