

সাধারণত আবেদন করার ৯০ দিন পর জেনারেট হয়ে থাকে আধার কার্ড ৷ তবে আপনি আপনার আধার কার্ডের স্টেটাস একাধিক ভাবে চেক করতে পারবেন ৷ এর জন্য Unique Identification Authority Of India আপনাকে লগইন করতে হবে ৷ স্টেটাস চেক করার জন্য আধার ইনরোলমেন্ট স্লিপ থাকতে হবে ৷ আধার কার্ডের জন্য আবেদন করার পর আপনাকে এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয়ে থাকে ৷


আধারের জন্য আবেদন করার সময় আপনি যদি ফোন নম্বর দিয়ে থাকেন তাহলে আধার জেনারেট হয়ে গেলে আপনার কাছে এসএমএস আসবে ৷ কিন্তু আপনি স্টেটাস চেক করতে চাইলে UIDAI এর ওয়েবসাইটে আপনাকে যেতে হবে ৷


কীভাবে চেক করবেন স্টেটাস দেখে স্টেপগুলি...প্রথমে www.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে ৷ওয়েবসাইটে My Aadhar Card অপশন থাকবে ৷ তার নিচেই Check Aadhar Status এ ক্লিক করতে হবে ৷এরপর আপনার এনরোলমেন্ট আইডি দিতে হবে ৷ক্যাপচা কোড দিয়ে চেক স্টেটাসে ক্লিক করলেই জানতে পারবেন স্টেটাস ৷আপনার আধার জেনারেট হয়ে থাকলে আপনি এখান থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন ৷ আপনার ফোন নম্বর রেজিষ্টার করা থাকলে ফোনেই আপনি আধার ডাউনলোড করতে পারবেন ৷


এছাড়া UIDAI-এর হেল্পলাইন নম্বরে ফোন করেও আধার জেনারেট হওয়ার খবর জানতে পারবেন ৷ এনরোলমেন্টের পর হেল্পলাইন নম্বর ১৯৪৭ এ ফোন করতে হবে এবং তাদের দেওয়া নির্দেশ পালন করতে হবে ৷ এনরোলমেন্ট আইডি হাতে কাছের রাখতে হবে কারণ ফোনে এই নম্বর আপনার কাছে চাওয়া হবে ৷ আধার জেনারেট হয়ে গিয়ে থাকলে আপনার আধার নম্বরও বলে দেওয়া হবে ৷ আধার নম্বর লিখে নেওয়া পর ওয়েবসাইটে গিয়ে আধার ডাউনলোড করতে পারবেন ৷