1/ 5


চাঁদের আরও কাছে চন্দ্রযান-২ ৷ চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান ২ ৷ আজ,মঙ্গলবার সকাল ৯টা ২ মিনিট নাগাদ চাঁদের কক্ষপথে ঢোকে চন্দ্রযান।
2/ 5


আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান -২। এই খবর জানিয়েছে ইসরো। চন্দ্রাভিযান নিয়ে ইসরোকে ট্যুইটারে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
3/ 5


আগামী ২ সেপ্টেম্বর বিক্রম ল্যান্ডার অরবাইটার থেকে পৃথক হয়ে যাবে ৷ এরপর ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ল্যান্ডার ৷
4/ 5


চাঁদের দক্ষিণ মেরুতেই সব দেশের নজর কারণ চাঁদের মাটিকেই ভবিষ্যতের মহাকাশ অভিযানের ঘাঁটি করার পরিকল্পনা প্রত্যক দেশেরই রয়েছে ৷