'আমাদের সংস্কার, মূল্যবোধের সঙ্গে যায় না,' হাইকোর্টে সমলিঙ্গে বিয়ের বিরোধিতায় কেন্দ্র
তুষার মেহতা সমকামী বিবাহের বিরোধিতা করে হাইকোর্টে বলেন, 'আমাদের আইন, আইন ব্যবস্থা,সমাজ ও আমাদের মূল্যবোধ ও সংস্কার এই ধরনের বিয়েকে পরিচিতি দেয় না৷'


আদালতে সমকামী বিবাহের বিরোধিতা করল কেন্দ্র৷ দিল্লি হাইকোর্টে সমকামী বিবাহ সংক্রান্ত একটি মামলায় কেন্দ্র জানাল, সমকামী দম্পতি অনুমোদনযোগ্য নয়৷ কারণ এই ধরনের বিবাহ আমাদের আইন, আইনব্যবস্থা, সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচিত নয়৷


হিন্দু বিবাহ আইন ও বিশেষ বিবাহ আইনে সমকামী বিবাহকে বৈধতা দেওয়ার আবেদন মামলায় দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিএন প্যাটেল, বিচারপতি প্রতীক জালানের বেঞ্চে কেন্দ্রের মত জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা৷


তুষার মেহতা সমকামী বিবাহের বিরোধিতা করে হাইকোর্টে বলেন, 'আমাদের আইন, আইন ব্যবস্থা,সমাজ ও আমাদের মূল্যবোধ ও সংস্কার এই ধরনের বিয়েকে পরিচিতি দেয় না৷'


হাইকোর্টের পর্যবেক্ষণ, বিশ্বে বহু পরিবর্তন হচ্ছে৷ তবে ভারতের ক্ষেত্রে হয়তো তা কার্যকর, কিংবা কার্যকর নয়৷ এদিকে হিন্দু বিবাহ আইনের আওতায় সমকামী বিবাহের অন্তর্ভুক্তি চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেন আইনজীবী আভিজিৎ আইয়ার মিত্র। এই জন্য তিনিও হিন্দু বিবাহ আইনের ধারাকেই হাতিয়ার করেন। তাঁর যুক্তি, সমলিঙ্গে বিবাহের ক্ষেত্রে কোনও আইনি বাধা থাকার কথা নয়। কারণ হিন্দু বিবাহ আইনে বিবাহের ক্ষেত্রে যৌনাচার বা সমকামী সত্ত্বা কোনও বাধা হতে পারে বলে উল্লেখ নেই।