

সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে চলতি মাসের শেষেই ফের বেতন বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের৷ সেক্ষেত্রে দিওয়ালির পর এই নিয়ে দ্বিতীয়বার বেতনবৃদ্ধি হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের৷


বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সবমিলিয়ে প্রায় ৫০ লক্ষ সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি হবে৷ কেন্দ্রীয় সরকারের পরবর্তী ক্যাবিনেট বৈঠকেই এই সিদ্ধান্ত অনুমোদিত হওয়ার কথা৷


ভারতীয় রেলের নন গেজেটেড মেডিক্যাল স্টাফদের বেতনও ২১ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে৷ এ ক্ষেত্রেও সপ্তম বেতন কমিশনের সুপারিশই মানা হবে৷ পাশাপাশি এই ধরনের কর্মীদের পদন্নোতিও হওয়ার কথা৷


পদন্নোতি হলেই রেলের নন গেজেটেড মেডিক্যাল স্টাফদের বেতন এমনিতেই বেড়ে যাবে৷ তাঁদের মাসিক বেতন অন্তত ৫ হাজার টাকা করে বাড়বে বলেও দাবি করা হচ্ছে৷ এইচআরএ, ডিএ, টিএ-র মতো বিভিন্ন ভাতাও বৃদ্ধি পাবে৷