1/ 5


সিগারেটপ্রেমী অথচ বয়স ২১ ছোঁয়নি! তাদের জন্য প্রবল দুঃসংবাদ নিয়ে হাজির হতে চলেছে কেন্দ্র। সিগারেটের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ১৮ থেকে বেড়ে ২১ হতে পারে খুব শিগগির।
2/ 5


ইতিমধ্যেই সরকার Cigarettes and other Tobacco Products Amendment Act, 2020. নামক আইনের খসড়া করেছে। এই খসড়ায় স্বাস্থ্যমন্ত্রক ধূমপানের বয়সসীমা ২১ করার বিষয়ে প্রস্তাবনা দিয়েছে।
3/ 5


এই বিল আইনে পরিণত হলে কেউ কোনও ২১ বছরের কম বয়সি পুরুষ বা মহিলাকে তামাকজাত নেশাদ্রব্য বিক্রি করতে পারবে না। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে এই নেশাদ্রব্যের দোকান থাকাও চলবে না।
4/ 5


এই বিলের সাত নম্বর ধারায় বলা হচ্ছে, আগামী দিনে একটি প্যাকেট হিসেবেই বিক্রি করতে হবে। সেটাই ন্যূনতম পরিমাণ। আলাদা করে খুচরো সিগারেট বিক্রি করলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে।