

ষাঁড়ের কাণ্ডে অস্থির গোটা এলাকা৷ একেবারে বাড়ির তিন তলায় উঠে গেল আস্ত ষাঁড়৷ তারপর কিছুতেই তাকে আর নামানো যায় না৷ সোজা কথায় একেবারে নাস্তানাবুদ অবস্থা বাড়ির বাসিন্দাদের৷ Photo-News 18 Hindi


কোনওভাবেই ষাঁড়টিকে নামাতে না পেরে তারা জেলা প্রশাসনকে খবর দেয়৷ ঘরের ছাদে হঠাৎই ষাঁড় এসে যাওয়ায় সকলেই প্রচণ্ড ভয় পেয়ে যায়৷ ঝিন্দ জেলার পুরনো আনাজ মান্ডির কাছে এই ঘটনা ঘটেছিল৷ জেলা প্রশাসনকে খবর দেওয়ার পর তিন ঘণ্টার চেষ্টায় ষাঁড়টিকে নামানো যায়৷ Photo-News 18 Hindi


ঘটনাস্থলে ডাকা হয়েছিল পশুপালন বিভাগের চিকিৎসককে৷ ষাঁড়টিকে প্রথমে নেশার ইঞ্জেকশন দেওয়া হয় ৷ তারপর সাধারণ মানুষ ও ক্রেনের সাহায্যে নামানো হয়৷ সুরক্ষিত ভাবেই ষাঁড়টিকে নামানো হয়৷ Photo-News 18 Hindi


বাড়িটি খুব পুরনো ছিল তাই ষাঁড়টিকে সুরক্ষিত অবস্থায় নামানো বড় চ্যালেঞ্জ ছিল৷ কিন্তু তাকে চারপাশে কাপড় দিয়ে পেঁচিয়ে নামানো হয়৷ গোটা ঘটনা দেখতে প্রচুর মানুষ ছাদে উঠে পড়েন৷ Photo-News 18 Hindi