

আধার কার্ডে কোনও বদল বা আপডেট করতে চান তাহলে অন্য একটি পদ্ধাতির মাধ্যমে করতে হবে ৷ কারণ UIDAI এর তরফে আপডেট করার নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ আধার কার্ড সংক্রান্ত সাধারণ মানুষকে যে যে সমস্যার সম্মুখিন হতে হচ্ছে তার সমাধানের জন্য দেশের বিভিন্ন জায়গায় আধার সেবা কেন্দ্র শুরু করেছে UIDAI ৷ এই সমস্ত সেন্টারে আপনি নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন ৷ পাশাপাশি নাম, ঠিকানা ও জন্ম তারিখ বদলাতে পারে আপডেট করতে চাইলে সেবা কেন্দ্রের তরফে সাহায্য করা হবে ৷


এই পরিষেবা আপনাকে UIDAI ব্যাঙ্ক, পোস্ট অফিস ও সরকারি অফিসে দেওয়া হবে ৷ সম্প্রতি দেশের ৫৩টি শহরে ১১৪টি আধার সেবা কেন্দ্র খোলার পরিকল্পনা করছে UIDAI


আধার সেবা কেন্দ্রের সাহায্যের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ৷ প্রথমে UIDIA এর ওয়েবসাইট (https://uidai.gov.in/) গিয়ে 'My Aadhaar' ট্যাবে ক্লিক করুন ৷ এরপর Book an appointment অপশনে গিয়ে সিটি লোকেশনে আপনার শহর সিলেক্ট করুন ৷ এরপর Processed to book an appointment এ ক্লিক করতে হবে ৷


এরপর একটি নতুন পেজ খুলে যাবে ৷ তাতে তিনটি অপশন থাকবে -নতুন আধার, আধার আপডেট ও ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট ৷ আপনার যেটা দরকার তাতে ক্লিক করুন ৷ এরপর রেজিষ্টার্ড মোবাইল নম্বর, ক্যাপচা কোড ও ওটিপি এন্টার করলে আপনার আবেদন ভেরিফাই হয়ে যাবে ৷


ভেরিফিকেশনের পর একটি ফর্মে আপনার ডিটেল ভর্তি করতে হবে ৷ এই ফর্মে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত তথ্য দিতে হয় ৷ এরপর আপনাকে টাইম স্লট সিলেক্ট করতে হয় ৷ সমস্ত কিছু ঠিক থাকলে সাবমিট বটনে ক্লিক করুন ৷ এইভাবে অনলাইন বুকিং প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে ৷