হোম » ছবি » দেশ » ৪৮ বছরের বাবা বিয়ে করলেন ছেলের প্রাক্তন স্ত্রী’কে! সন্তানেরও জন্ম দিয়েছেন বৌমা

Bizzare! ৪৮ বছরের বাবা বিয়ে করলেন নিজের ছেলের প্রাক্তন স্ত্রী’কে! সন্তানেরও জন্ম দিয়েছেন বৌমা

  • Bangla Digital Desk

  • 14

    Bizzare! ৪৮ বছরের বাবা বিয়ে করলেন নিজের ছেলের প্রাক্তন স্ত্রী’কে! সন্তানেরও জন্ম দিয়েছেন বৌমা

    • বাবার হদিশ ছিল না বহু দিন । তাই বাবার খোঁজ করতে গিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন উত্তরপ্রদেশের এক যুবক । কিন্তু বাবার সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে যা দেখলেন তাতে তাঁর চক্ষু চড়কগাছ । নিজের প্রাক্তন স্ত্রী, এখন যুবকের সৎ মা । অর্থাৎ তাঁর বাবার বর্তমান স্ত্রী । তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে বছর দুয়েকের । প্রতীকী চিত্র ।

    MORE
    GALLERIES

  • 24

    Bizzare! ৪৮ বছরের বাবা বিয়ে করলেন নিজের ছেলের প্রাক্তন স্ত্রী’কে! সন্তানেরও জন্ম দিয়েছেন বৌমা

    • উত্তরপ্রদেশের বদায়ূঁ জেলায় এই ঘটনা ঘটেছে । ২২ বছরের ওই যুবক পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, ২০১৬ সালে নাবালক অবস্থায় তাঁর বিয়ে হয়েছিল ওই মেয়েটির সঙ্গে । সে সময় সেও নাবালিকা ছিল । কিন্তু বিয়ের ৬ মাসের মধ্যে তারা আলাদা হয়ে যায় । স্বামী মদ্যপ, এই অভিযোগ তুলে স্ত্রী তাঁকে সেই সময় ছেড়ে চলে গিয়েছিল । তারপর থেকে হাজার চেষ্টাতেও আর ফেরেননি । প্রতীকী চিত্র ।

    MORE
    GALLERIES

  • 34

    Bizzare! ৪৮ বছরের বাবা বিয়ে করলেন নিজের ছেলের প্রাক্তন স্ত্রী’কে! সন্তানেরও জন্ম দিয়েছেন বৌমা

    • এ দিকে ওই যুবকের বাবাও পরিবারকে ছেড়ে সম্ভল জেলায় আলাদা থাকতে শুরু করেছিলেন । কোনও যোগাযোগ রাখতেন না তিনি, টাকা পাঠানোও বন্ধ করে দিয়েছিলেন । এরপর বাবার সন্ধান পেতে ওই যুবক তথ্যের অধিকার আইনে (আরটিআই) মামলা রুজু করেন যুবক। কিন্তু বাবার খোঁজ করতে গিয়ে মিলল পুরনো বৌ, যিনি বর্তমানে তাঁর নতুন মা । প্রতীকী চিত্র ।

    MORE
    GALLERIES

  • 44

    Bizzare! ৪৮ বছরের বাবা বিয়ে করলেন নিজের ছেলের প্রাক্তন স্ত্রী’কে! সন্তানেরও জন্ম দিয়েছেন বৌমা

    • এরপরেই বিসৌলি থানায় পুলিশে অভিযোগ জানান যুবক । কিন্তু যে সময় তাঁদের বিয়ে হয়, তখন তাঁরা অপ্রাপ্তবয়ষ্ক ছিলেন, তার উপর সেই বিয়ের কোনও নথিও নেই । ফলে যুবকের অভিযোগ তেমন জোরদার নয় বলে জানান থানার এক আধিকারিক । তা ছাড়া ওই যুবতী এখন সুখে ঘরকন্না করছেন । প্রথম স্বামীর কাছে ফিরতচে চান না তিনিও । তা সত্ত্বেও যুবকের অভিযোগের ভিত্তিতে, দু’পক্ষকে আলোচনায় ডাকে বিসৌলি থানার পুলিশ। প্রতীকী চিত্র ।

    MORE
    GALLERIES