

*একের পর এক রাজ্যে ছড়াচ্ছে বার্ড ফ্লু। এবার তালিকায় জুড়ল মহারাষ্ট্রের নাম। রাজ্যের পারভানি জেলার মুরুম্বা গ্রামের একটি পোল্ট্রি ফার্মের ৮০০ মুরগি মারা যায় দিন তিনেক আগে। সেই নমুনা সংগ্রহ করে ন্যাশনাল ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। রিপোর্ট আসতেই স্পষ্ট বার্ড ফ্লু অর্থাৎ এভিয়ান ভাইরাসে আক্রান্ত হয়েই মুরগিগুলির মৃত্যু হয়েছে। সংগৃহীত ছবি।


*এ কথা বলাই যায় গুজরাত, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তর প্রদেশে বার্ড ফ্লু সংক্রমণের তালিকায় অষ্টম স্থানে ঢুকল মহারাষ্ট্র। তবে দিল্লির রিপোর্ট এখনও আসেনি। মহারাষ্ট্রে ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় ফের নতুন করে চাপ বাড়ল কেন্দ্রের। সংগৃহীত ছবি।


*রবিবার মুম্বইয়ের চেম্বুর এলাকায় ১১তি কাকের মৃতদেহ উদ্ধার হয়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই BMC-র একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে জান। মৃতদেহ উদ্ধার করে পুনেতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। আধিকারিকরা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে কোনওকিছু স্পষ্ট নয়। রিপোর্ট না আআসা অরজন্ত মৃত্যুর কারণ জানান সম্ভব নয়। সংগৃহীত ছবি।


*এ দিকে, মহারাষ্ট্রের লাটুরের আহমেদপুরের যে এলাকায় ১৮০টি পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে, সেই এলাকার পার্শ্ববর্তী ১০ কিলোমিটারের মধ্যে কড়া সতর্কতা জারি করা হয়েছে। সংগৃহীত ছবি।


*বার্ড ফ্লু পরিস্থিতিতে চূড়ান্ত সতর্ক দিল্লি। রাজধানীতে পাখির আমদানি বন্ধ করা হয়েছে। আগামী ১০ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে দিল্লির সর্ববৃহৎ পোলট্রি মার্কেট গাজিপুর। সেই মার্কেট থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন কোনও অস্বাভাবিকতা দেখলে, যাতে জানাতে পারেন তাই খোলা হয়েছে কন্ট্রোলরুম। দক্ষিণ দিল্লির জাসোলায় একটি পার্কে ৩ দিনে ২৪টি কাকের মৃত্যু হয়েছে, সঞ্জয় লেকে মৃত্যু হয়েছে ১০টি হাঁসের। মধ্যপ্রদেশের ২৭ জেলায় ১১০০ কাকের মৃত্যু হয়েছে মাত্র কয়েকদিনে। সংগৃহীত ছবি।