আপনার জীবনকে সুরক্ষিত রাখার জন্য রয়েছে LIC-এর একাধিক পলিসি ৷ কিন্তু বেশিরভাগ মানুষই এই সমস্ত পলিসির বিষয়ে জানেন না ৷ এরকমই একটি পলিসি হচ্ছে জীবন শিরোমণি যোজনা ৷ যা সুরক্ষার পাশাপাশি আপনাকে সেভিংসেরও সুরক্ষা দিয়ে থাকে ৷ এই পলিসিটি ১৯ ডিসেম্বর ২০১৭ সালে শুরু করা হয়েছিল ৷ এটি নন লিঙ্কড সীমিত প্রিমিয়াম পেমেন্ট মানি ব্যাঙ্ক যোজনা ৷ এইচএনআই ব্যক্তিদের জন্য এই পলিসি লঞ্চ করা হয়েছিল ৷ বেশি কিছু রোগের কভার দিয়ে থাকে এই পলিসি ৷
পলিসি চলাকালীন পলিসিহোল্ডারের মৃত্যু হলে তার পরিবার অর্থনৈতিক সাহায্য পাবেন ৷ পাশাপাশি রয়েছে একাধিক সার্ভাইবল বেনিফিট, কী কী বেনিফিট পাবেন ?
১৪ বরের পলিসিতে ১০ এবং ১২ বছরে sum assured এর ৩০-৩০ শতাংশ
১৬ বছরের পলিসিতে ১২ এবং ১৪ বছরে sum assured এর ৩৫-৩৫ শতাংশ
১৮ বছরের পলিসিতে ১৪ এবং ১৬ বছরে sum assured এর ৪০-৪০ শতাংশ
২০ বছরের পলিসিতে ১৬ এবং ১৮ বছরে sum assured এর ৪৫-৪৫ শতাংশ