1/ 4


এবার থেকে আয়কর জমা দেওয়ার সময় প্যান নম্বরের বদলে আধার নম্বর ব্যবহার করা যাবে ৷ সম্প্রতি আয়কর বিভাগের তরফে১২ সংখ্যার আধার নম্বরে ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে ৷ কিন্তু এরকম করার সময় আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে ৷ কারণ আপনি যদি ভুল আধার নম্বর দিয়ে থাকেন তাহলে আপনাকে ১০০০০ টাকার জরিমানা দিতে হতে পারে ৷
2/ 4


প্যান নম্বরের বদলে আধার নম্বর ব্যবহার করলে এবং ভুল নম্বর দিলে সে ক্ষেত্রে আপনাকে জরিমানা দিতে হতে পারে ৷ ট্যাক্স দেওয়ার সময়, ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য বা ৫০ হাজার টাকারবেশি মিউচ্যুয়াল ফান্ড কিনলে প্যান নম্বর দেওয়া বাধ্যতামূলক ৷
3/ 4


এবার প্যানের বদলে এই সব জায়গায় আধার নম্বর দিলেও চলবে ৷ তবে ভুল নম্বর দিলে দিতে হবে প্রচুর টাকা জরিমানা ৷