মেয়েদের কাছে বাবারা সব সময় স্পেশাল। আর বাবার কাছে মেয়ে মানে আলাদা জগত্। প্রত্যেক বাবা চায়, তাঁর মেয়ে যেন লাখে একজন হয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ও হয়তো এমনটাই চেয়েছেন।
2/ 6
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর মেয়ে সানার মিষ্টি-মধুর সম্পর্কের কথা প্রত্যেকেই জানেন। মাঝেমধ্যেই বাবা-মেয়ের মধ্যে সোস্যাল মিডিয়াতেও খুনসুঁটি চলে।
3/ 6
সানা এখন ইংল্যান্ডে পড়াশোনা করছেন। সৌরভ প্রায়ই মেয়ের সঙ্গে দেখা করতে যান। আবার উত্সব-পার্বণে মেয়েকে তিনি মিস করেন প্রচণ্ড।
4/ 6
অনেকেই হয়তো জানেন, সানা নামের মানেটা কী! সানা, খুবই ছোট একটি নাম। তবে এই নামের মানে শুনলে আপনিও অবাক হয়ে যেতে পারেন।
5/ 6
সানা শব্দটির উত্পত্তি আরবিতে। এই নামের ইংরেজি অর্থ ব্রিলিয়ান্ট। বাংলায় বললে সানা নামের অর্থ, অসাধারণ, আলোকজ্জ্বল চরিত্রের একজন।
6/ 6
যে কোনও বাবার কাছেই তাঁর মেয়ে মানে অসাধারণ। মেয়ে মানেই ঘর আলো করে থাকা। আর তাই বোধ হয় সৌরভ তাঁর মিষ্টি মেয়ের নাম রেখেছিলেন সানা!