হোম » ছবি » দেশ » আর কিছুক্ষণের মধ্যেই অযোধ্যায় ভূমি পূজা, দেখুন সবুজ পোশাকে রামলালার প্রথম ছবি

আর কিছুক্ষণের মধ্যেই অযোধ্যায় ভূমি পূজা, দেখে নিন সবুজ পোশাকে রামলালার প্রথম ছবি

  • Bangla Editor

  • 111

    আর কিছুক্ষণের মধ্যেই অযোধ্যায় ভূমি পূজা, দেখে নিন সবুজ পোশাকে রামলালার প্রথম ছবি

    ৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দির নির্মাণের জন্য ভূমি পূজা করবেন৷ এরজন্য অযোধ্যায় সেজেগুজে তৈরি৷ আর কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদির হাতেই হবে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন৷ তার আগেই নিউজ ১৮ বাংলার পাঠকদের জন্য রামলালার আজকের রূপ সামনে আনা হল৷ দেখে নিন সবুজ পোশাকে কেমন সেজে উঠেছেন রামলালা৷

    MORE
    GALLERIES

  • 211

    আর কিছুক্ষণের মধ্যেই অযোধ্যায় ভূমি পূজা, দেখে নিন সবুজ পোশাকে রামলালার প্রথম ছবি

    আজ বুধবার তাই রামলালা সেই হিসেবেই সবুজ রঙের বস্ত্র পরেছেন৷ তাঁর সঙ্গেই রয়েছেন তাঁর সবচেয়ে বড় ভক্ত হনুমান৷ তিনিও তাঁর সঙ্গে সুচারু রূপে সেজেছেন৷ বৈদিক রীতি মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মন্দিরের সূচনা করবেন৷ ২১ জন ব্রাহ্মণের দল এই ভূমি পূজার কাজ করবেন৷ কাশী, অযোধ্যা, প্রয়াগরাজ থেকে বিদ্বানরা এসেছেন এই কাজের জন্য৷ প্রত্যেক যজ্ঞবেদীতে আলাদা আলাদা ব্রাহ্মণ ভূমি পূজার কাজ করবেন৷

    MORE
    GALLERIES

  • 311

    আর কিছুক্ষণের মধ্যেই অযোধ্যায় ভূমি পূজা, দেখে নিন সবুজ পোশাকে রামলালার প্রথম ছবি

    ৩২ সেকেন্ডের একটি শুভ মুহূর্ত আর সেই সময়েই হয়ে যাবে রাম মন্দির ভূমি পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বটি৷ দুপুর ১২টা বেজে ৪৪ মিনিচ ৪ সেকেন্ড থেকে সেই পবিত্রতম সময়টি স্থায়ী হবে ১২ টা বেজে ৪৪ মিনিট ৪০ সেকেন্ড অবধি৷

    MORE
    GALLERIES

  • 411

    আর কিছুক্ষণের মধ্যেই অযোধ্যায় ভূমি পূজা, দেখে নিন সবুজ পোশাকে রামলালার প্রথম ছবি

    এদিকে অযোধ্যায় দীপাবলীর রাতের পর ভূমি পূজার দিন সকালে আবহাওয়া একেবারে রুদ্র মূর্তিতে৷ প্রবল বৃষ্টি সঙ্গে এলোমলো ঝোড়ো হাওয়ায় জনজীবন একেবারে বিপর্যস্ত৷ গ্রাম এলাকায় আবহাওয়া রীতিমতো বিরূপ৷

    MORE
    GALLERIES

  • 511

    আর কিছুক্ষণের মধ্যেই অযোধ্যায় ভূমি পূজা, দেখে নিন সবুজ পোশাকে রামলালার প্রথম ছবি

    এদিকে ভূমি পূজার আগে বিখ্যাত সরজু নদীর ঘাট ফুল দিয়ে সাজানো হয়েছে৷

    MORE
    GALLERIES

  • 611

    আর কিছুক্ষণের মধ্যেই অযোধ্যায় ভূমি পূজা, দেখে নিন সবুজ পোশাকে রামলালার প্রথম ছবি

    বিভিন্ন জায়গায় এই বিশেষ দিনের জন্য তৈরি হোর্ডিং -প্ল্যাকার্ড সব কিছুই লাগানো হয়েছে৷

    MORE
    GALLERIES

  • 711

    আর কিছুক্ষণের মধ্যেই অযোধ্যায় ভূমি পূজা, দেখে নিন সবুজ পোশাকে রামলালার প্রথম ছবি

    সুপ্রাচীন কালের এই অযোধ্যা শহর যেন এক অন্যরূপ নিয়ে এই বিশেষ রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান ঘিরে৷

    MORE
    GALLERIES

  • 811

    আর কিছুক্ষণের মধ্যেই অযোধ্যায় ভূমি পূজা, দেখে নিন সবুজ পোশাকে রামলালার প্রথম ছবি

    এদিকে করোনা ভাইরাস অতিমারির জেরে এই মেগা ভূমি পূজা অনুষ্ঠানে একেবারে হাতে গোনা অতিথিকে নিমন্ত্রণ করা হয়েছে৷

    MORE
    GALLERIES

  • 911

    আর কিছুক্ষণের মধ্যেই অযোধ্যায় ভূমি পূজা, দেখে নিন সবুজ পোশাকে রামলালার প্রথম ছবি

    ভক্তরা যাতে এই বিশেষ অনুষ্ঠান দেখা থেকে বঞ্চিত না হন তার জন্য একাধিক ব্যবস্থা করা হয়েছে৷ মন্দির নির্মাণের জন্য ভূমিপূজার লাইভ টেলিকাস্টের একাধিক বন্দোবস্ত রাখা হয়েছে৷

    MORE
    GALLERIES

  • 1011

    আর কিছুক্ষণের মধ্যেই অযোধ্যায় ভূমি পূজা, দেখে নিন সবুজ পোশাকে রামলালার প্রথম ছবি

    দূরদর্শন এই ভূমিপূজা নিজেদের চ্যানেলে লাইভ টেলিকাস্ট করবে৷ আর বিভিন্ন স্থানীয় নিউজ চ্যানেলে দূরদর্শনকে সৌজন্য দিয়ে সেই ফিড শেয়ার করতে পারবে৷

    MORE
    GALLERIES

  • 1111

    আর কিছুক্ষণের মধ্যেই অযোধ্যায় ভূমি পূজা, দেখে নিন সবুজ পোশাকে রামলালার প্রথম ছবি

    এদিকে অযোধ্যা দেখে দীপাবলী বলেই মনে হচ্ছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি -র ভূমিপূজার আগের রাতে গোটা শহর হাজার হাজার দীপে সেজে ওঠে৷

    MORE
    GALLERIES