৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দির নির্মাণের জন্য ভূমি পূজা করবেন৷ এরজন্য অযোধ্যায় সেজেগুজে তৈরি৷ আর কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদির হাতেই হবে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন৷ তার আগেই নিউজ ১৮ বাংলার পাঠকদের জন্য রামলালার আজকের রূপ সামনে আনা হল৷ দেখে নিন সবুজ পোশাকে কেমন সেজে উঠেছেন রামলালা৷
আজ বুধবার তাই রামলালা সেই হিসেবেই সবুজ রঙের বস্ত্র পরেছেন৷ তাঁর সঙ্গেই রয়েছেন তাঁর সবচেয়ে বড় ভক্ত হনুমান৷ তিনিও তাঁর সঙ্গে সুচারু রূপে সেজেছেন৷ বৈদিক রীতি মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মন্দিরের সূচনা করবেন৷ ২১ জন ব্রাহ্মণের দল এই ভূমি পূজার কাজ করবেন৷ কাশী, অযোধ্যা, প্রয়াগরাজ থেকে বিদ্বানরা এসেছেন এই কাজের জন্য৷ প্রত্যেক যজ্ঞবেদীতে আলাদা আলাদা ব্রাহ্মণ ভূমি পূজার কাজ করবেন৷