কোনও ফল মিষ্টি, কোনওটা টক বা কষা স্বাদের। কিন্তু এমন পাঁচটি ফল রয়েছে, যা খেয়ে জল খাওয়া একেবারেই ঠিক নয়৷ যেসব ফলে জলের পরিমাণ বেশি, সেসব ফল খাওয়ার পরপরই জল খাওয়া উচিত নয়। যেমন- তরমুজ, খরমুজ, শশা, কমলালেবু, আনারস, বাতাবি লেবু বা স্ট্রবেরির মতো ফল খেয়ে কখনোই জল পান করা উচিৎ নয়, বলছেন বিশেষজ্ঞরা।