প্রবল তুষারপাত চলছে জম্মু-কাশ্মীরে৷ তুষারপাতের জেরে বন্ধ হয়ে গিয়েছে জওহর টানেলের কাছে জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে৷ জওহর টানেলের দুটি টিউবই বন্ধ হয়ে গিয়েছে৷
2/ 4
মঙ্গলবার ভোর থেকে শুরু হয় তুষারপাত৷ অল্প সময়েই হাইওয়ে বন্ধ হয়ে যায়৷ ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত কাশ্মীরে৷ সবচেয়ে বেশি তুষারঝড় হচ্ছে কাশ্মীরের উত্তরে৷ সেখানে উদ্ধারকাজ চলছে৷
3/ 4
গত সপ্তাহেই লাদাখে তুষারঝড়ে মৃত্যু হয়েছে ৬ জনের৷ ৪ জন এখনও নিখোঁজ৷ তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা৷ লাদাখের খার্দুং লা-য় শুক্রবার ভোর ৭টায় তুষারঝড় হয়৷
4/ 4
আবহাওয়া অফিসের পূর্বাভাস, জম্মু-কাশ্মীরে আগামী কয়েক দিন তুষারঝড় চলবে৷ আজ শ্রীনগরে তাপমাত্রা শূন্যের চেয়ে অনেকটাই নীচে৷ তবে তাপমাত্রা আগামী কয়েকদিনে খানিক বাড়লেও শৈত্যপ্রবাহ থেকে নিস্তার পাচ্ছে না শ্রীগনর৷