বৃহস্পতিবার পুলওয়ামায় হওয়া জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন উত্তরপ্রদেশের ১২ জন জওয়ান ৷ শহিদ হয়েছেন অবধেশ যাদব ৷ অবধেশ ৪৫ বি ব্যাটেলিয়নে ছিলেন ৷ দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন তার মা ৷ এখনও পর্যন্ত তিনি জানেন না যে ছেলে শহিদ হয়ে গিয়েছে ৷ ছেলের অপেক্ষায় বসে রয়েছেন তিনি ৷
2/ 5
প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়ির মহিলাদের এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি ৷ ক্যানসারে সঙ্গে লড়ছেন শহিদের মা ৷ তাই আরও অসুস্থ হয়ে পড়তে পারেন বলে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি ৷
3/ 5
জঙ্গি হামলার খবর আসতেই শোকের ছায়া অবধেশের গ্রামে ৷ মুঘলসরাই বাহাদুরপুর এলাকার বাসিন্দা অবধেশ ৷
4/ 5
এখনও পর্যন্ত তাঁর বাড়িতে সরকারি ভাবে কিছু জানানো হয়নি ৷ ২ দিন আগে ১২ ফেব্রুয়ারি ছুটি থেকে ডিউটিতে যোগ দেন অবধেশ ৷
5/ 5
২০১০ সালে সেনায় যোগ দেন অবধেশ ৷ ২০১৪ সালে বিয়ে করেন ৷ বাড়িতে রয়েছে দু’বছরের ছেলে ৷ রেডিও অপারেটারের পদে ছিলেন তিনি ৷