বাড়িতে বিপদ আসার আগে অনেকরকমভাবে ইঙ্গিত পাওয়া যায়। যেমন বাড়িতে লাল পিঁপড়ের উত্পাত বাড়লে বুঝতে হবে পরিবারের কারও শরীর অসুস্থ হতে পারে অথবা অর্থহানি হতে পারে।
2/ 5
বাড়ির ছাদে বা অন্য কোথাও বসে যদি পেঁচা কাঁদে, তা হলে বুঝতে হবে বিপদ আসছে।
3/ 5
বাড়িতে থাকা তুলসী গাছ যদি বারবার শুকিয়ে যায়, তা হলে বুঝতে হবে কোনও বিপদ আসছে।
4/ 5
বাড়িত অতিরিক্ত ইঁদুরের উত্পাত বাড়লে বিপদের সম্ভাবনা থাকে।
5/ 5
কাঁচ বা ফার্নিচার আচমকা ভেঙে গেলে বুঝতে হবে, কোনও বড়সড় বিপদ আসছে।