করোনা মহামারিতে বিপর্যস্ত গোটা বিশ্ব৷ প্রতিদিন মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ৷ জ্যোতিষ শাস্ত্র নিয়ে
যাঁরা চর্চা করেন, তাঁদের অবশ্য দাবি, এর পিছনে আসলে গ্রহ- নক্ষত্রের অবস্থান বদলের যোগ রয়েছে৷
দাবি করা হচ্ছে, গত ডিসেম্বর মাসের ২৯ তারিখ প্রথমবার উহানে করোনা রোগীর খোঁজ মিলেছিল৷ আর
ডিসেম্বরের শেষ সপ্তাহেই একসঙ্গে ছ'টি গ্রহ ধনু রাশিতে প্রবেশ করেছিল৷ ২৬ ডিসেম্বর একটি সূর্যগ্রহণও
ছিল৷ যার ফলে সেই সময়টা খুব একটা শুভ ছিল৷ PHOTO- FILE
জ্যোতিষ মতে ডিসেম্বরের শেষ সপ্তাহে আরও একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করা গিয়েছে৷ ২৬ ডিসেম্বর সূর্য,
চন্দ্র, বুধ এবং বৃহস্পতি এমন মুলা নক্ষত্রের অধীনে ছিল যাপ উপর কেতুর প্রভাব বেশি৷ জ্যোতিষীদের
দাবি, ওই সময় থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার এটি একটি বড় কারণ৷ তাছাডাও মিথুন রাশিতেও
রাহুর অবস্থান ছিল৷ PHOTO- FILE
ফেব্রুয়ারি মাস থেকে করোনার দাপট বিশ্বজুড়ে আরও বেড়েছে৷ জ্যোতিষীরা বলছেন, ওই সময়ই কেতুর
সঙ্গে মঙ্গল গ্রহ যুক্ত হয়৷ তার আগে পর্যন্ত কেতুর সঙ্গে মঙ্গলের লড়াই চলছিল৷ এর পর শক্তি সঞ্চয় করে
মঙ্গল শনির দিকে অগ্রসর হয়৷ সেই সময় শনি মকর রাশিতে অবস্থান করছিল৷ যার জেরে মঙ্গল গ্রহ
একটি বিশেষ যোগের অধিকারী হয়, যার জেরে করোনার মহামারি আরও ছড়েয়ে পড়ে৷ PHOTO- FILE